অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সেই সরকারের অধীনে সংস্কার ও সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া লিখিত মতামতে এ দাবি জানিয়েছে তারা। বুধবার (৯ এপ্রিল) গণ অধিকার পরিষদ ও বিকল্পধারা বাংলাদেশ লিখিত মতামত জমা দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৩১টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে।নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল, প্রতীক রকেটরাজধানীর শেরেবাংলানগরের জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে লিখিত মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদের প্রতিনিধিদল। পরে দলের উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারে রূপান্তরিত করতে হবে। সেই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় সরকারই সংবিধানসহ সব সংস্কারকাজ সম্পন্ন করবে।