তার ভাষ্যমতে―সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে শামীম হাসান বলেন, ‘তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই।গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এসময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতোটুকুই।’শামীম হাসানের বিরুদ্ধে শুধু ধর্ষণের হুমকি নয়, মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা।এই বিষয়টি তুলে শামীম হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিটিটিভি আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পাবে আমি মিডিয়া ছেড়ে দেবো।’প্রিয়াঙ্কার আরো অভিযোগ ছিল, তার গায়ে হাত তুলেছেন শামীম। সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দেন অভিনেতা। বলেন, ‘আমার ক্যারিয়ার আজ ১০ বছর হল। আমার অভিনয় জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। তাহলে তিনি এমন অভিযোগ করেন কী করে। আমার বাসায় আমার মা বোন আছে। এছাড়া আমি কয়দিন আগেই বিয়ে করেছি। বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারেই মিথ্যা তা সবাই তো বুঝতে পাবরে।’মিথ্যা অভিযোগের কারণে প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে শামীম বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেবো না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’