সম্প্রতি বাংলা সিনেমায় ২৫ বছর পূর্তি হয়েছে এ মেগাস্টারের। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন। এ ছাড়া হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। চারপাশে যেন শাকিব শাকিব ধ্বনি! সেই মঞ্চে শাকিব জানালেন নিজের ২৫ বছরের সাফল্য, সুখ-দুঃখ বেদনার কথা।বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক। শুক্রবার (২৩ মে) মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শাকিব খানকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তার বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারকটি তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান।পুরস্কার হাতে নিয়ে শাকিব খান কথা বলেন, একটা সময় তার আপন মানুষের কাছেই শুনতে হয়েছে কটাক্ষ। শেয়ার করলেন নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প।শাকিব বলেন, “একসময় যখন হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে কিছু ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব।”শাকিব খান আরো বলেন, ‘নিজের চেনা মুখগুলোকেই পালটে যেতে দেখেছি।অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসল, একটা ট্রাই করে যাই। না হলে চলে যাব, ছেড়ে দিব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি অনেক।’আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’। রায়হান রাফীর নির্মাণে সিনেমাটিতে অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। ইতিমধ্যে ট্রেলার দিয়ে ঝড় তুলেছে ‘তাণ্ডব’। এবার প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানোর পালা।