কোনো ধরনের গুজব বা উসকানিমূলক কোনো কিছুতে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে শনিবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে এই আহ্বান জানানো হয়।
ওই পোস্টে লেখা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ভিন্ন ভিন্ন শিরোনামে ভারতের একটি ভিডিও পোস্ট করে বাংলাদেশের ঘটনা বলে উসকানি ছড়ানো হচ্ছে।ওই ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, আক্রমণকারী ও ভিকটিমরা হিন্দি ভাষাতে কথা বলছে।