শনিবার সেভিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ফাইনালে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া এবং ভিএআর প্রধান হিসেবে থাকবেন পাবলো গঞ্জালেস ফুয়ের্তেস।কিন্তু রিয়াল মাদ্রিদ মনে করছে, ফাইনালের আগে এই দুই রেফারির কিছু মন্তব্য তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে।রেফারি পরিবর্তনের জন্য আরএফইএফ-এর কাছে অনুরোধ জানালেও সংস্থাটি তা প্রত্যাখ্যান করে। এর পরপরই এক সংবাদ সম্মেলনে দুই রেফারি অভিযোগ করেন, তারা সামাজিক মাধ্যমে এবং এমনকি রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেলের মাধ্যমেও ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন।বেনগোচেয়াকে প্রধান রেফারি হিসেবে ঘোষণা দেওয়ার পর রিয়াল মাদ্রিদ টিভি একটি বিশ্লেষণধর্মী ভিডিও প্রচার করে।এতে অতীতে রিয়ালের বিপক্ষে তার দেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করে তুলে ধরা হয়। এই ভিডিওর প্রভাব বেনগোচেয়ার ব্যক্তিগত জীবনেও গভীরভাবে আঘাত হানে।সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত বেনগোচেয়া বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ টিভির ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেছি, আর এর প্রতিক্রিয়াই সবচেয়ে বেশি হয়েছে। আমি অন্য কিছু বলব না।বরং বলব আমার সহকর্মীদের সঙ্গে কী ঘটেছে, তারপর আপনারাই বিচার করুন। আমি ব্যাখ্যা চাই না, আমি চাই জবাব।’তিনি আরো বলেন, ‘আমার সন্তান যখন স্কুলে গিয়ে শুনে তার বাবা ‘চোর’, তখন সেটা মানসিকভাবে ভেঙে পড়ার মতো অভিজ্ঞতা। আমি সবসময় তাকে শেখাই যে, তার বাবা একজন সৎ ও সম্মানযোগ্য ক্রীড়াবিদ, যাতে সে গর্ব করতে পারে।’ভিএআর প্রধান গঞ্জালেস ফুয়ের্তেসও ভিডিও এবং সামাজিক মাধ্যমের আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন, ‘এই ভিডিওগুলো নিয়ে আমি কথা বলব। মূল বিষয় নয়, বরং এর পরিণামই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখছি, সামাজিক মাধ্যমে অনেকে বিনা নিয়ন্ত্রণে গালাগাল ও হুমকি দিচ্ছে। ক্লাবগুলোর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকেও আমাদের পেশাকে আক্রমণ করা হচ্ছে, শুধুমাত্র ‘লাইক’ পাওয়ার জন্য। এতে করে মনে হয়, আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় সৎ থাকি না।’তিনি সতর্ক করে আরও বলেন, ‘এভাবে চলতে পারে না। আমাদের পদক্ষেপ নিতে হবে। খুব শিগগিরই হয়তো বড় কিছু ঘটতে যাচ্ছে। ইতিহাস গড়তে যাচ্ছি আমরা—আর সহ্য করব না।’এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে তারা রেফারিদের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে রিয়াল জানায়, ‘রিয়াল মাদ্রিদ টিভির ভিডিওকে উদ্দেশ্য করে রেফারিদের যেসব বক্তব্য এসেছে, তা বিদ্বেষপূর্ণ মনোভাবকে প্রকাশ করে। ফাইনালের মতো বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে এমন পক্ষপাতদুষ্ট মন্তব্য এই প্রতিযোগিতাকে কলঙ্কিত করে। আমরা মনে করি, আরএফইএফ এবং রেফারি সংস্থার উচিত অবিলম্বে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।’এটাই প্রথম নয়। মৌসুমজুড়েই রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে রিয়াল। ফেব্রুয়ারিতে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ওপর হওয়া একটি ফাউল নিয়ে বিতর্ক ছড়ায়। ভিএআর রিভিউর পরও প্রতিপক্ষ খেলোয়াড়কে লাল কার্ড না দেখিয়ে কেবল হলুদ কার্ড দেখানো হয়। পরে সেই ম্যাচেই এস্পানিওল গোল করে জয় পায়।অন্যদিকে, জুড বেলিংহামের সরাসরি লাল কার্ড পাওয়া নিয়েও রিয়াল তীব্র আপত্তি জানায়। এমন ধারাবাহিক বিরোধের মধ্যেই এবার কোপা দেল রে ফাইনালের আগে উত্তেজনা চরমে উঠেছে।