নিহতরা হলেন- ট্রাক চালক বগুড়ার শিবগঞ্জ থানার জামুর হাট এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহাদৎ হোসেন (৩৫), ট্রাক চালক বগুড়ার কাহালু থানার কাজীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩৫) এবং ট্রাকের সহযোগী টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন (২০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় রবিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় গিয়ে বিকল হয়।এ সময় আরেকটি ট্রাক এসে বিকল হওয়া ট্রাকটিকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। দুই ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে চালক ও সহযোগীরা লোহার চেইন দিয়ে ট্রাক দুটি সংযুক্ত করছিলেন।বিশ্ব ইজতেমায় হামলার হুমকি, যুবলীগ নেতা গ্রেপ্তারএ সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দুই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শাহাদৎ হোসেন ও মো. সবুজ ঘটনাস্থলেই মারা যান।