বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের বিরুদ্ধে গত ৫ মার্চ প্রথম আলো পত্রিকায় অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলো পত্রিকার কপি পোড়ানো হয়।শনিবার নিকলী নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা প্রথম আলো পত্রিকা বয়কটের ডাক দিয়ে বলেন, প্রথম আলো পত্রিকা ফ্যাসিস্টদের এজেন্ট হিসেবে কাজ করে। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এপিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া বলেন, প্রথম আলো পত্রিকা পরিকল্পিতভাবে ইকবাল ভাইয়ের বিরুদ্ধে লিখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল ভাইকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত করতেই