এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার সাভারের হেমায়েতপুর (২৬৮), বেচারাম দেউড়ি (২২০) ও মাদানি সরণির বেজ এজওয়াটার (২৬৪)। এই তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের তালিকায় এরপরেই রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস (১৯৫), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৮৭), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮৬), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮২), গুলশান লেক পার্ক (১৮১), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৭৯) এবং মহাখালীর আইসিডিডিআরবি (১৭৪) এলাকা।
এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (২৮১)। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৭), বাংলাদেশের রাজধানী ঢাকা (১৮২), ভারতের দিল্লি (১৮১), ভিয়েতনামের হ্যানয় (১৮০), থাইল্যান্ডের ব্যাংকক (১৭৫)।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।