আদালতে আমান দম্পতির পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, দুদকের মামলায় তার মক্কেলরা এখন সম্পূর্ণভাবে খালাস পেয়েছেন। আগের রায় বাতিল করে হাইকোর্ট যে খালাস দিয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ করে দুদক যে আপিল করেছিল, তা খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।সাজা বাতিল হওয়ায় আমানউল্লাহ আমানের নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান মাহবুব উদ্দিন খোকন। উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করে।ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর এবং সাবেরাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে নতুন করে শুনানির নির্দেশ দিয়েছিল। আজকের রায়ের মাধ্যমে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।