কুমিল্লার দাউদকান্দি ও তিতাসের মাদক সম্রাট এবং ২৩ মামলার আসামি মামুন হোসেন (৩৮) দুর্বৃত্তের হামলায় খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে। তিনি সেখানে পানি কিনতে বাস থেকে নেমেছিলেন।
নিহত মামুন হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মুকবুল হোসেনের ছেলে।আজ শনিবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট মামুন ও তিন নারীসহ ঢাকা থেকে কক্সবাজারে এসি বাসযোগে যাওয়ার পথে পানি কিনতে গৌরীপুর বাসস্ট্যান্ডে নামেন। নামার সঙ্গে সঙ্গে একদল দুর্বৃত্ত হঠাৎ পেছন দিক থেকে অতর্কিতে রামদা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদল তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।দাউদকান্দি মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশ তার লাশ উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে ও পরে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, চাঁদা ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এ খুন হতে পারে।নিহতের বাবা মুকবুল হোসেন মেম্বার বলেন, আমার ছেলে খারাপ হলে দেশে আইন আছে। আইন অনুযায়ী তার বিচার হবে। এ জন্য তাকে প্রকাশ্যে নির্মমভাবে খুন করতে হবে? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, খুন হওয়া মামুনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষণসহ দাউদকান্দি ও তিতাস থানায় ২৩টি মামলা রয়েছে। দুই মাস আগেও তাকে গ্রেপ্তার করে একটা মামলায় চালান দেওয়া হয়েছিল। এক মাস আগে সে জামিনে বের হয়ে আসে।নিহত মামুনের লাশ ময়নাতদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।