বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় পর সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলেও বোর্ডগুলো জানিয়েছে।
মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষা স্থগিত
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সারা দেশের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে।তবে পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী তারিখ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর নিশ্চিত করেছেন যে, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ১০ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।তবে, অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।