রবিবার (২৭ এপ্রিল) চতুর্দেশীয় এই স্থলবন্দর দিয়ে নেপালে যায় ৭১৪ মেট্রিক টন আলু। এ নিয়ে দেশটিতে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট আলু রপ্তানি হলো ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন পরিদর্শক উজ্জ্বল হোসেন।তিনি বলেন, ‘নেপালের মানুষেরা বাংলাদেশে উৎপাদিত আলু বেশি পছন্দ করেন। তাই তাদের চাহিদার জন্যই এখন নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু রপ্তানি হলো দেশটিতে।এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আসছে তেমনি কৃষকরাও ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি।’স্টারিক জাতের যে-সব আলু রপ্তানি হচ্ছে তা দেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা। থিংস টু সাপ্লাই, জাফরান অ্যাগ্রো, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, আমিন ট্রেডার্স, স্বাধীন এন্টারপ্রাইজ ও মিয়ামি ট্রেডিং এখন নিয়মিত নেপালে আলু রপ্তানি করছে। আগে দিনে ২০০ থেকে ৩০০ টন আলু রপ্তানি হলেও এখন তা দ্বিগুণের বেশি বেড়েছে।