বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আলোচিত দুই নির্মাতা আশফাক নিপুণ ও আদনান আল রাজীব। নিপুণ তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘বিশ্বে বর্ধনশীল যেকোনো শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেওয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হলো যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০ শতাংশ সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেওয়ায়। পাইরেসির প্রকোপ আরো বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত।’নিপুণের প্রতিক্রিয়াটি শেয়ার করে সদ্য কান উৎসবে স্বীকৃতিপ্রাপ্ত ‘আলী’ নির্মাতা আদনান লিখেছেন, ‘সরকারের উচিৎ সংস্কৃতি খাতকে আরো সমর্থন দেওয়া।উল্টো চাপিয়ে রাখা হচ্ছে। এটা দুঃখজনক। এ কারণে অনেক শিল্পী দেশত্যাগ করেন, বাইরে গিয়ে স্থায়ী হন।’নতুন বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।তাতে অনলাইনে সিনেমা, সিরিজসহ বিভিন্ন কন্টেন্ট দেখতে বাড়তি খরচ গুনতে হবে দর্শকদের। সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।