এর ধারাবাহিকতায় আজ শুক্রবারও ফিলিস্তিনের মানুষের প্রতি একাত্মতা জানিয়ে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে জুমার খুতবায় মুসল্লিদের উদ্বুদ্ধ করতে খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার সকাল সাড়ে ১০টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোষ্টে আজহারী লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।