আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এর সঙ্গে এফটিপির বাইরে জুনে ঘরের মাঠে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবেন নাজমুল হোসেনরা। এই দুই সিরিজের আগে মে মাসে পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আরো দুটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে মে-জুন মাসে ১০টি কুড়ি ওভারের ম্যাচ খেলবেন নাজমুলরা।