আগামী ১৭ জুন শুরু হতে যাওয়া সেই টেস্ট খেলেই সাদা জার্সিটা তুলে রাখবেন তিনি। এতে থেমে যাবে দীর্ঘ ১৬ বছরের পথচলা।অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত নিজের সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন ম্যাথিউস। তিনি লিখেছেন, ‘সময় এসেছে ক্রিকেটের সবচেয়ে সুন্দর সংস্করণ টেস্টকে বিদায় জানানোর।দীর্ঘ ১৭ বছর এই সংস্করণে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের। ক্রিকেটকে আমি সব নিংড়ে দিয়েছে আর খেলাটিও আমাকে ফিরিয়ে দিয়েছে। আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।’টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও আরও কিছুদিন সীমিত সংস্করণে খেলতে চান ম্যাথিউস।আগামী ২ জুন ৩৮ বছর পূর্ণ করতে যাওয়া অলরাউন্ডার বলেছেন, ‘জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টটিই হবে দেশের হয়ে শেষ ম্যাচ। টেস্টকে বিদায় জানালেও নির্বাচকদের জানিয়েছে সাদা বলের জন্য এখনো প্রস্তুত আছি। দলের প্রয়োজন পড়লে আমি খেলতে প্রস্তুত। অধ্যায় শেষ হলেও খেলাটির প্রতি আমার ভালোবাসা চিরকাল থাকবে।’শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক হিসেবে বিদায় নিচ্ছেন ম্যাথিউস।