রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর মধ্যস্থতা করতে সৌদি আরব যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ লক্ষ্যে সৌদি আরবে ইউক্রেন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে মার্কিন প্রশাসন। খবর ভয়েস অব আমেরিকা ও বিবিসির।খবরে বলা হয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি সৌদিতেই থাকবেন।এই সময়ে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুবিওর। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ঘিরে দুই রাষ্ট্রনেতার তর্ক-বিতর্ক চরমে পৌঁছায়। এতে আলোচনা ভেস্তে যায়। এক পর্যায়ে হোয়াইট হাউস ছেড়ে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। পরে অবশ্য জেলেনস্কি জানান, ওই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তিনি ‘অনুতপ্ত। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায়