বুধবারের সকালটা ছিল মেঘাচ্ছন্ন। তীব্র গরমে আকাশে কালো মেঘ জমতে দেখে শীতল বৃষ্টির অপেক্ষা কেবল শুরু। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ভিসি চত্বরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদল নেতাকর্মীরা।মঙ্গলবার দিবাগত রাতে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করে ছাত্রদল।