শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী দাঁপিয়ে বেড়াচ্ছে প্রেমের গল্প ‘সাইয়ারা’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনোরকম প্রচারণা ছাড়াই বলিউডের নতুন এ সিনেমা এখন পর্যন্ত আয় করে নিয়েছে প্রায় ৪০৪ কোটি টাকা। প্রেক্ষাগৃহে মুক্তির ২ সপ্তাহেরও কম সময়ে বিশাল পরিমাণ অর্থ আয় করায় ২০২৫ সালের সবচেয়ে সফল প্রেমের সিনেমা হয়ে উঠেছে এটি।
যে কারণে অনেকেই জানতে চেষ্টা করছেন সিনেমাটির সাফল্যের পেছনের গল্প।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন এ সিনেমার শুটিংয়ের কোনো খবর প্রকাশ করা হয়নি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে অভিনেতা- অভিনেত্রীদের কোনো রকম টিভি সাক্ষাৎকার কিংবা লাইভে দেখা যায়নি।এছাড়া সিনেমাটি হিট করতে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করারও কোনো চেষ্টা করা হয়নি। তারপরও ব্লক বাস্টার হিট করেছে ছবিটি।