অপহরণের শিকার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়। রবিবার বিকেলে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত শিক্ষার্থী মো. আল রাফি (১১) বিদ্যালয়টির ইংরেজি মাধ্যমের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং দীঘিনালার হাসিনপুর গ্রামের বাসিন্দা।রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিষয়টি জানাজানি হয়।সেনাবাহিনীর সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টায় পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে রাফিকে উদ্ধার করা হয়। এসময় বাদশা মিয়া (২৮) নামে এক অপহরণকারীকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল হাসান (৩২) নামে আরেকজনকে আটক করা হয়। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মালেক মিয়া এখনো পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী।এদিকে আটককৃতদের গতকাল রাত ১০টায় খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয় উল্লেখ করে থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।