হয়নি।আড়াই মাসের সায়ানকে হাসপাতাল থেকে নিয়ে গেল অজ্ঞাত নারীএর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত রবিবার (৯ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশু সায়ানকে। সোমবার সকাল থেকে সারা দিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেন এবং বিভিন্নভাবে তাঁদের সহযোগিতা করেন। দুপুরে ওই নারী তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন।ইফতারের আধঘণ্টা পর শিশুটির মা হাসি বেগম টয়লেটে যাওয়ার কথা বললে ওই নারী জানান, তিনিই সায়ানকে দেখে রাখবেন।তাঁর আশ্বাসে সায়ানকে রেখে টয়লেটে চলে যান মা হাসি বেগম ও দাদি পারভিন। প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে তাঁরা আর সায়ানকে খুঁজে পাননি।