গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমস গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানসূচক কমিটি ১৯৯৯ সালে আইন বিষয়ে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রিটির বিষয়ে বিশদ পর্যালোচনা করছে। তবে পর্যালোচনার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিন পর এই খবর সামনে এলো।