দীর্ঘ ১০ বছর প্রবাসে কাটিয়ে হেলিকপ্টারে করে নিজ জন্মভূমি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন বিএনপি নেতা হাসিবুল হাসান ওরফে হাবিব (৪৩)। সোমবার (১০ মার্চ) বিকেল ৩টা ১৩ মিনিটে হেলিকপ্টারে করে তিনি মাঠে অবতরণ করলে স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রায় এক কিলোমিটার পথে পায়ে হেঁটে মিছিল সহকারে নিজ বাড়িতে পৌঁছান তিনি।হাসিবুল হাসান সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সলিয়া গ্রামের বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বিএনপির আহ্বায়ক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। জন্মভূমিতে ফিরে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনে আমি দেশে আসতে পারিনি। আমি আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত হয়েছি। শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছেন, আর আমি হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে ফিরেছি। তিনি আরও বলেন, আমি কারও প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। আমি কখনও নির্বাচন করব না। তবে রাজনীতি ও নির্বাচন এক নয়।