২। খাদ্যের লেবেল পরীক্ষা করুন:
স্ন্যাকস, সিরিয়াল, সস ইত্যাদিতে উচ্চ-ফ্রুক্টোজ কর্ন সিরাপ বা অতিরিক্ত চিনি আছে কি না তা দেখে নিন।
৩। প্রাকৃতিক ও আঁশযুক্ত খাবার খান:
প্রক্রিয়াজাত খাবারের বদলে ঘরে তৈরি খাবার ও পুরো শস্যজাতীয়, ফলমূল-সবজি খান।
৪। ১০০% ফলের রস সীমিত করুন:
এই রসেও ফ্রুক্টোজের মাত্রা বেশি হতে পারে, তাই পরিমিতভাবে পান করুন।
৫। চিকিৎসকের পরামর্শ নিন:
যদি আপনার স্থূলতা, ডায়াবেটিস বা ফ্যাটি লিভার সমস্যা থাকে, তবে দ্রুত চিকিৎসা নিন।