শেফালির এমন অকাল প্রয়ানে শোকাহত তার ভক্ত অনুরাগীরা। শোকে আচ্ছন্ন সহকর্মীরাও। শেফালির মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর প্রাক্তন স্বামী হরমিত সিংও। গণমাধ্যমে স্ত্রীর স্মৃতিচারণা করেন তিনি।হরমিত বলেন, “শেফালি আর নেই, এই সত্যিটা আমরা কাছে খুবই মর্মাহত। আমি ইউরোপে আছি। শেষবারের মতো একটু দেখতেও পেলাম না।” ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত শেফালি ও হরমিতের দাম্পত্য ছিল।এরপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। হরমিত কয়েক বছর আগে শেফালির সঙ্গে দেখা হওয়ার কথাও স্মরণ করে বলেন, “আমার মনে আছে প্রায় দুই-তিন বছর আগে একটি অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলাম। সানি লিওন এবং শেফালিও সেখানে ছিলেন। আমরা তিনজন একসাথে একটি প্রাইভেট জেটে ফিরে এসেছিলাম। এবং শেফালি এবং আমি একে অপরের পাশে বসেছিলাম।অনেকক্ষণ কথাবার্তাও বলি। তাছাড়া কয়েকটি অনুষ্ঠান এবং পার্টিতে ওর সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই আমাদের কথাবার্তা হয়েছে।”পরাগ ত্যাগীর সঙ্গে বিয়ের আগে শেফালি বিবাহিত ছিলেন ‘মিত ব্রাদার্স’-এর হরমিত সিংহের সঙ্গে। বলিউডে ‘ম্যায় তেরা বয়ফ্রেন্ড’, ‘বেবি ডল’, ‘পিঙ্ক লিপস্’, ‘রাধে রাধে’র মতো গান বেঁধেছেন তারা। ২০০৪ সালে হরমিতকে বিয়ে করেছিলেন শেফালি। তবে সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। সেই দাম্পত্যে সুখী ছিলেন না বলে নিজেই এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। সম্পর্ক বিষাক্ত হয়ে উঠেছিল। বিয়ের একমাস না কাটতেই শেফালির উপর দৈহিক ও মানসিক অত্যাচার শুরু করেন হরমিত, এমনটাই অভিযোগ করেন শেফালি। আর্থিক ভাবে স্বাধীন হওয়ায় সেই দাম্পত্য জীবন থেকে সরে আসতে পেরেছিলেন বলেও জানিয়েছিলেন শেফালি। এরপর পরাগ ত্যাগীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ে করেন অভিনেত্রী।