বিএনপি’র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি তাদের সংগঠনকে টার্গেট করে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা একটি সংঘবদ্ধ গোষ্ঠী করছে। তাই অপপ্রচারের বিরুদ্ধে সবার সজাগ থাকা উচিত।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেশকিছু ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে অনেকগুলো কর্মসূচি পালিত হয়েছে এবং আরো কিছু কর্মসূচি আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার একটি কর্মসূচিও রয়েছে, যা আমরা শিগগিরই সম্পন্ন করব। কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে ভ্যাকসিন প্রদানের কর্মসূচিকে বিতর্কিত করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে একটি কুচক্রী মহল কয়েকটি সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করিয়েছে।তবে সংবাদের কোনো ভিত্তি না থাকায় পরবর্তীতে সেটি তারা সরিয়ে নেয়। ছাত্রদল মনে করে, এর মাধ্যমে ছাত্ররাজনীতিকে এবং সর্বোপরি জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রসমাজের ঐক্য ও সংহতিকে বিনষ্ট করা হচ্ছে। ছাত্রসমাজের বৃহত্তর স্বার্থে এ ধরনের নোংরা অপপ্রচারের বিরুদ্ধে সবার সজাগ থাকা উচিত।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।একই সঙ্গে ছাত্রদল নামধারী কেউ যদি এই উদ্দেশ্যমূলক অপতৎপরতার সঙ্গে জড়িত থাকে, তাহলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..