তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চরিত্র আর করতে চান না অপু। এরপর তিনি দাবি করছেন, রাজনীতি তার জীবনে একেবারেই নেইকিন্তু এই চিত্রনায়িকাকে এবার দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে! কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ওই অনুষ্ঠানের যোগদানের ছবি প্রকাশ্যে আসতেই অপুর রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল চর্চা। আর এ চর্চা আরও একটু এগিয়ে দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ নিয়ে একটা পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি অপু বিশ্বাসের রাজনীতির সঙ্গে ধর্ম পালনের বিষয়টি টেনে এনে তাকে কটাক্ষ করেছেন। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি পরীমনি। তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, পরীমনি পোস্টটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই দিয়েছেন।কারণ সাম্প্রতিক সময়ে একমাত্র অপু বিশ্বাসকেই দেখা গেছে বিএনপির মঞ্চে, যে একসময় আওয়ামী লীগের হয়েও সক্রিয় ছিলেন। অন্যদিকে বিপরীত ধর্মে বিয়ে করেও আলোচিত এই নায়িকা। তাই পরীর পোস্ট যে অপুকে ঘিরেই, তা আর বলার অপেক্ষা রাখে না।নিজের পোস্টে পরীমনি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি।