তবে ঢালিউডে নয়, তিশার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে টলিউডে।রোমান্টিক গল্পের ‘ভালবাসার মরসুম’ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন কলকাতার এম এন রাজ। সিনেমাটিতে তানজিন তিশার সঙ্গে দেখা যাবে খাইরুল বাসার ও বলিউডের ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমান যোশিকে। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পরিচালক ও অভিনয়শিল্পীরা।
কালের কণ্ঠকে পরিচালক বলেন, ‘এটা একদম রোমান্টিক প্রেমের ছবি।এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। এই ছবিটার মূল কাস্টিংই হচ্ছে তানজিন তিশা, পুরো ছবির গল্প ঘিরে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই সে রয়েছে। বাসার রয়েছে, তার চরিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ, যেটা মনে হয়েছে একদম তার জন্যই। এছাড়া শারমান যোশি রয়েছেন, এখানকার সুস্মিতাও রয়েছেন।এটা শারমানের প্রথম বাংলা সিনেমা হতে যাচ্ছে। যেহেতু তিশাকে ঘিরেই গল্প এখানে শারমান এবং বাসার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে।’তিনি আরো বলেন, ‘এই ছবিটার জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সে অনেক দিন আগে কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে; আমরা এগুলো নিয়ে এগুচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম।জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে সিনেমাটি।