পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ডোবা থেকে পানি খেয়ে ও গুহায় ঘুমিয়ে জীবিত ছিলেন প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক পর্যটক। পুলিশের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারোলিনা উইলগা নামের ২৬ বছর বয়সী ওই জার্মান পর্যটককে শুক্রবার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ক্লান্তি, পানিশূন্যতা, পোকামাকড়ের কামড় ও এক পায়ে আঘাতে ভুগেছেন।তার গাড়িটি ঘন ঝোপঝাড়ে আটকে যাওয়ার পর তিনি তার গাড়ি থেকে ২৪ কিলোমিটার দূরে হেঁটে গিয়েছিলেন। ক্যারোলিনাকে ফিরে পেয়ে তার পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে জানিয়ে পুলিশ বলেছে, তিনি নিজেও ভেবেছিলেন তাকে আর খুঁজে পাওয়া যাবে না।পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের একটি বিবৃতিতে বলা হয়, তিনি প্রকৃতির মাঝে ১১ রাত কাটিয়েছেন এবং তার কাছে থাকা সামান্য খাবার খেয়ে ও বৃষ্টি বা ডোবার পানি পান করে বেঁচে ছিলেন। ক্যারোলিনাকে একজন গাড়ি চালক দেখতে পায়।পরে তাকে পারথের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তানিয়া হেনলে নামের ওই গাড়ি চালক অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসিকে জানিয়েছেন, তিনি ক্যারোলিনাকে দুর্বল অবস্থায় রাস্তার পাশে হাত নাড়তে দেখতে পান। তিনি বলেন, ‘ওই ঝোপে সব কিছুই খুব কাঁটাযুক্ত। আমি বিশ্বাসই করতে পারছি না তিনি বেঁচে আছেন।তার পায়ে জুতা ছিল না। তিনি তার পা কাপড়ে পেঁচিয়ে রেখেছিলেন।’প্রতিবেদনে আরো বলা হয়, উদ্ধারের আগে, ২৯ জুন পশ্চিম অস্ট্রেলিয়ার বিকন শহরের একটি দোকানে ক্যারোলিনাকে তার গাড়িসহ দেখা গিয়েছিল। বিকনের উত্তরে ঘন ঝোপঝাড় থেকে বৃহস্পতিবার তার পরিত্যক্ত গাড়িটি খুঁজে পায় পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর জেসিকা সেকুরো এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্যারোলিনাকে উদ্ধার সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ছিল।মনে হচ্ছে ক্যারোলিনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তা যান্ত্রিকভাবে বিকল হয়ে পড়ে ও ঘন ঝোপে আটকে যায়।