জুলাই গণহত্যায় জড়িত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর আগে বিভিন্ন সময় রাজনৈতিক দল ও সংগঠনকে নিষিদ্ধ করা হলেও এবারই প্রথম কোনো দলকে নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের আওয়ামী লীগকে ১৯৭১ সালে পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারও জামায়াতে ইসলামী, মুসলিম লীগের তিনটি অংশ ও পিডিএফসহ স্বাধীনতা বিরোধিতাকারী ও সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে।