আধুনিক প্রযুক্তির সঙ্গে মানানসই দক্ষ জনশক্তি তৈরিতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। চাহিদামতো মানবসম্পদ কাজে লাগাতে প্রশিক্ষণ দিয়ে নানা খাতের জন্য যোগ্য ও দক্ষ জনশক্তি সৃষ্টি করা হবে।
এ জন্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রগ্রাম (এসআইসিআইপি) নামে নতুন একটি প্রকল্প চালু করেছে অর্থ মন্ত্রণালয়। এই প্রকল্পের মাধ্যমে আড়াই লাখের বেশি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। গত বুধবার ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসআইসিআইপির কার্যক্রম চালুর ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অর্থসচিব ও এসআইসিআইপির পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিংসহ অর্থ মন্ত্রণালয় ও প্রকল্পের কর্মকর্তারা। অর্থ উপদেষ্টা বলেন, আগামী দিনে দেশ এগিয়ে নিতে উদ্ভাবন লাগবে।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রগ্রামের মাধ্যমে বিভিন্ন খাতের দুই লাখ ৬৬ হাজার ৬৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রগ্রামের ব্যয় ধরা হয়েছে ৩৭৫ মিলিয়ন ইউএস ডলার বা প্রতি ডলার ১২০ টাকা হিসাবে সাড়ে চার হাজার কোটি টাকা। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ঋণ সহায়তা হিসেবে দেবে ৩০০ মিলিয়ন ডলার। বাকি ৭৫ মিলিয়ন ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে।
তিনটি স্কিমে এই অর্থ ব্যয় হবে। এর মধ্যে প্রথম স্কিমে ১৫৮ মিলিয়ন ডলার, দ্বিতীয় স্কিমে ১৬২ মিলিয়ন ডলার এবং তৃতীয় স্কিমে ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত।
প্রগ্রামের আওতায় এক লাখ ৫৩ হাজার জনকে দক্ষতাভিত্তিক কাজের জন্য প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে নারী ও পিছিয়ে পড়া গোষ্ঠীর ৫৫ হাজার ৫০০ জনকে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে ২০ হাজার জনকে।
এ ছাড়া শিল্পের উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ৯ হাজার ২৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিল্পের ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে দুই হাজার ৮৯৫ জনকে এবং ২৬ হাজার অভিবাসী শ্রমিককে আন্তর্জাতিক সার্টিফিকেশনসহ দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে।
এই প্রকল্পে ৯টি খাত অগ্রাধিকার পাবে। এর মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে ওষুধ ও অটোমোবাইল খাত। দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও খাতভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পৃক্ত করা হবে; এমনকি খাতভিত্তিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চতর শিক্ষায় গবেষণার সুবিধা দেওয়া হবে।