ঘটনার পর তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হলে তাঁদের স্বজনরা মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যায়।ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের ময়নাতদন্তকারী চিকিত্সক জাকিয়া তাসনিম বলেন, বিষক্রিয়া মৃত্যু হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আমরা মৃতদেহ থেকে ভিসেরা, ব্লাডসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে প্যাথলজিক্যাল ও কেমিক্যাল পরীক্ষায় পাঠিয়েছি। এসব রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।গত শনিবার সৌদি আরবপ্রবাসী মনির হোসেন, স্ত্রী ও তাঁদের ১৭ বছরের সন্তান নিয়ে চিকিত্সার জন্য রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন। গত রবিবার রাতে ওই হোটেল থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।