বহুদিনের অপেক্ষার পর অবশেষে এক বিশ্বমানের স্ট্রাইকারকে দলে টানল আর্সেনাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গয়োকেরেসকে ৬৩ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৮৫ মিলিয়ন ডলার) দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দলটি। পাঁচ বছরের চুক্তিতে গানারদের সঙ্গে যুক্ত হয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।
আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা এই চুক্তি নিয়ে বলেন, ‘ভিক্টর একজন অসাধারণ প্রতিভা।একজন আধুনিক সেন্টার-ফরোয়ার্ড হিসেবে তার শারীরিক শক্তি, ফুটবল বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মানসিকতা তাকে আমাদের দলের জন্য আদর্শ করে তোলে।’স্পোর্টিং লিসবনের হয়ে গত দুই মৌসুমে ৮৫ ম্যাচে ৮২ গোল করে ফুটবল বিশ্বে নিজের নাম উজ্জ্বল করেছেন গয়োকেরেস। এর মধ্যে গত এক মৌসুমেই করেছেন ৪৮ গোল। যেখানে মেসি, এমবাপ্পে, হালান্ড বা সালাহের চেয়েও বেশি গোল করেছেন তিনি।আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেন, ‘তার পারফরম্যান্স এবং ধারাবাহিকতা অবিশ্বাস্য। সে দ্রুতগতির, শক্তিশালী এবং একেবারেই পরিপূর্ণ একজন স্ট্রাইকার। আমরা অনেক দিন ধরেই এমন একজনকে খুঁজছিলাম। তার গোল করার সামর্থ্য আমাদের শিরোপা জয়ের লক্ষ্যে বড় পার্থক্য গড়ে দিতে পারে।এর আগেও গয়োকেরেস ইংল্যান্ডে খেলেছেন। ব্রাইটনে সুযোগ না পেলেও চ্যাম্পিয়নশিপ ক্লাব কভেন্ট্রিতে নিজেকে প্রমাণ করেন। কোভেন্ট্রির হয়ে ৯৭ ম্যাচে ৪০ গোল করে ২০২৩ সালে তাদেরকে প্লে-অফ ফাইনালে তুলতে মুখ্য ভূমিকা রাখেন। এর ফলেই ২০.৫ মিলিয়ন পাউন্ডে স্পোর্টিং লিসবনে পাড়ি জমান তিনি।জাতীয় দল সুইডেনের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন গয়োকেরেস।নেশনস লিগে ৯ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে করেছেন ৬ গোল। যার মধ্যে আর্সেনালের বিপক্ষে পাওয়া গোলটিই তার প্রতি ইংলিশ ক্লাবটির আগ্রহ বাড়িয়ে তোলে।