দক্ষিণের সুপারস্টার রাম চরণ ও আল্লু অর্জুন। এই দুই অভিনেতার তারকাখ্যাতি শুধু দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ নেই, বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তারা। অনেকেই হয়তো জানেন যে, রাম চরণ ও আল্লু অর্জুন চাচাতো ভাই। একই পরিবারের।
দক্ষিণের সুপারস্টার রাম চরণ ও আল্লু অর্জুন। এই দুই অভিনেতার তারকাখ্যাতি শুধু দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ নেই, বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তারা। অনেকেই হয়তো জানেন যে, রাম চরণ ও আল্লু অর্জুন চাচাতো ভাই। একই পরিবারের।
তিনি আরো বলেন, ‘তখন উপাসনা তাঁর বন্ধু ছিলেন এবং জানতেন যে এগুলো সবই মনগড়া কথা।’ রাম বলেন, ‘উপাসনা ও আমি তখন ভালো বন্ধু ছিলাম, আর সেও জানত যে, এই খবরগুলো পুরোপুরি বানানো। বিয়ের পরও আমরা নিশ্চিত করেছি যে, এই গুজব যেন কখনো আমাদের সম্পর্কে প্রভাব না ফেলে। উপাসনা এখন তাঁর কাজে ব্যস্ত এবং সবকিছুই বোঝে।’
ব্যক্তি জীবনে রাম চরণ ২০১২ সালে উপাসনাকে বিয়ে করেন, আর যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হয়ে ২০১১ সালে তাকে বিয়ে করেন আল্লু অর্জুন। দুজনেই এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং সন্তানও রয়েছে। দুজনে একটি সিনেমায় কাজও করেছেন একসঙ্গে। তবে এখনো তাদের মধ্যে আগের মতো ব্যক্তিগত স্বাভাবিক সম্পর্ক নেই বলে বলেই গুঞ্জন রয়েছে দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিতে।