২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী হিসেবে পরিচিত) হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি অ্যাপ্রুভার হওয়ার আবেদন করলে তা গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।পরে এ বিষয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। সেই আবেদন ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে মঞ্জুর করেছেন।ঘটনার পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করার শর্তে এই আবেদন মঞ্জুর করা হয়েছে। মামলা নিষ্পত্তি না করা পর্যন্ত তাকে হাজতে রাখা হবে। তিনি উপযুক্ত সময় সাক্ষী হিসেবে উপস্থিত হবেন।’এর আগে আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে শুনানি চলার সময় এই মামলায় মানবতাবিরোধী অপরাধের দোষ মৌখিকভাবে স্বীকার করে নেন আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হক।একই সঙ্গে তিনি মৌখিকভাবে অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেন। এর পাশাপাশি আবজালুল হকের আইনজীবী শেখ মুস্তাভী হাসান একটি লিখিত আবেদনের মাধ্যমেও দোষ স্বীকার ও অ্যাপ্রুভার হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তবে সেই আবেদনে ত্রুটি ছিল।তখন ট্রাইব্যুনাল আবজালুল হকের অ্যাপ্রুভার হওয়ার আবেদন আজ দুপুর ২টার মধ্যে করতে বলেন।একই সঙ্গে এই আসামির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হয়। তারপর দুপুর ২টার দিকে আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।এই মামলায় ১৬ জন আসামি।এর মধ্যে গ্রেপ্তার ৮ জনের মধ্যে একজন রাজসাক্ষী হলেন। আগামী ১৪ সেপ্টেম্বর এই মামলায় সূচনা বক্তব্যের দিন ধার্য করা হয়েছে।