১৮৮৮-৮৯ মৌসুমে মন্টি বাউডেন ছিলেন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক।দীর্ঘ সময় পর এবার সেই রেকর্ড ছাপিয়ে যাচ্ছেন তরুণ অলরাউন্ডার বেথেল। আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর।এর আগে ইংল্যান্ড নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে। ওই দুই সিরিজে অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুক।আয়ারল্যান্ড সফরের জন্য মূল টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে থাকবেন সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক।প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী পেসার সানি বেকার। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি উভয় দলে জায়গা করে নিয়েছেন। এছাড়া লেগ-স্পিনার রেহান আহমেদও ফিরেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে।আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বামহাতি স্পিনার টম হার্টলি।ইংল্যান্ড দলের নির্বাচক লুক রাইট বলেছেন, ‘জ্যাকব বেথেল শুরু থেকেই আমাদের নেতৃত্বগুণে মুগ্ধ করেছে। আয়ারল্যান্ড সফর তার জন্য হবে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা।’ইংল্যান্ড দল বনাম আয়ারল্যান্ড : জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সানি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, লুক উড।