ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘মিল্লাত পরিবার’ ব্যানারে সাবেক তামিরুল মিল্লাত মাদ্রাসার রাবিস্থ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনস্থলে এসে শেষ হয়। মানববন্ধনে অংশ নিয়ে সাজিদের বন্ধু ও রাবির শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, ‘শিক্ষকদের কাছে শিক্ষার্থীর জীবন যেন মূল্যহীন।সাজিদের মৃত্যুতে প্রশাসনের কোনো ধরনের সহানুভূতিও দেখা যায়নি। আমরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, ‘কোনো বিশ্ববিদ্যালয় কতটা অনিরাপদ হলে এক শিক্ষার্থীকে ক্যাম্পাসেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। অথচ প্রশাসন এখনো কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি।মিল্লাত পরিবারের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘সাজিদ আমাদের দীর্ঘদিনের সহপাঠী। তার কোনো শত্রু ছিল না। সে ছিল জুলাই আন্দোলনের সম্মুখ সারির কর্মী। এই নির্মম হত্যার দ্রুত বিচার চাই।প্রসঙ্গত, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে। ঘটনার পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে আসছেন।