ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার দেশটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আবেদন জমা দিয়েছেন। দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আবেদন জমা দেওয়ার পর তিনি বলেন, ‘এ মামলাগুলো দেশটিকে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিচ্ছে।’
প্রেসিডেন্ট আইজাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আবেদন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্টের দপ্তর।এক বিবৃতিতে হার্জোগের দপ্তর জানায়, ‘প্রেসিডেন্টের দপ্তর অবগত যে এটি একটি ব্যতিক্রমধর্মী আবেদন, যার সঙ্গে উল্লেখযোগ্য তাৎপর্য জড়িয়ে রয়েছে।সংশ্লিষ্ট সব মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে এই আবেদন বিবেচনা করবেন।’এক ভিডিও বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিচারপ্রক্রিয়া চলতে থাকাই আমাদের ভেতর থেকে ছিঁড়ে ফেলছে, তীব্র বিভাজন সৃষ্টি করছে, বিভেদের ফাঁক আরো গভীর করছে।’ তিনি তার সমর্থক ও বিরোধীদের মধ্যে বিদ্যমান বিভক্তির প্রসঙ্গ টানেন।
তিনি আরো বলেন, ‘দেশের বহু মানুষের মতো আমিও নিশ্চিত যে এই বিচারপ্রক্রিয়ার অবিলম্বে অবসান আমাদের মধ্যে জ্বলে ওঠা আগুন অনেকটাই শান্ত করতে সাহায্য করবে এবং যে ব্যাপক জাতীয় সম্প্রীতির আমাদের দেশ এতটা মরিয়া হয়ে প্রয়োজন, তা এগিয়ে নিতে সহায়ক হবে।চলমান আদালত মামলাগুলোতে বারবার সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসা নেতানিয়াহুকে ক্ষমা প্রদানের জন্য চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্জোগকে চিঠি দিয়েছিলেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..