উত্তরা পাবলিক লাইব্রেরি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’য় বিজয়ী ২৬ অংশগ্রহণকারীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকাল ৫টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থথীদের হাতে এই পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। বিজয়ীদের মধ্যে ৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীও রয়েছে।
উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের সঞ্চালনায় আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রশাসক কমিটির আহ্বায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইরশাদ হোসেন (অবঃ) ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন।
ডিএনসিসি অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্ততা জুলকার নায়নের সভাপতিত্বে এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’য় বিজয়ীরা হলেন- সিদরাতুল আক্তার স্নেহা, হুমাইরা সুলতানা জারা, আয়শা আক্তার আনহা, তাহমিদুল হাসান জারিফ, আসফি জাহান ইনশা, হাফসাতুল মেধা, সুমা আক্তার, ইয়াসমিন আক্তার ইভা, জুবায়ের আহমেদ মাহিন, নাফিস ইশতিয়াক, রুকায়য়া বিনতে রইছ, রাওফিয়া মাশিয়াত, আলফি আলম তরী, আসফিয়া আলম জাহরা, আনিকা ইসলাম মাহি, রায়া আল জান্নাত, মোঃ সাজিদ সিকদার, হুমাইরা সুলতানা জারা, ইনতিসার আলম জারিফ, সুবর্ণা বিশ্বাস, তিশা ইসলাম মিম, মোঃ ইল্লিন, ফাহমিদা হক রাইসা, আহনাফ আকিফ ইসলাম, আসওয়াদ আহমেদ ও নাইমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতন্ত্র ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণের মাধ্যমে আগামীতে দেশকে এগিয়ে নিতে তাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।