সভায় বিভিন্ন দেশের ভিসা জালিয়াতি রোধে পৃথক আইন প্রণয়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে দেশে ভিসা জালিয়াতির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তিনি জানান, জালিয়াতির পরিস্থিতি এখন প্রায় ‘সমুদ্রের মতো বিস্তৃত’। এত ব্যাপকভাবে জালিয়াতি হচ্ছে যে এর প্রভাব বাংলাদেশের আন্তর্জাতিক সুনামের ওপর পড়ছে। বাংলাদেশের একটি বড় জালিয়াতচক্র বহু মানুষকে প্রতারণা করছে এবং ভিসা জালিয়াতিতেও জড়িত। এর কারণে বিদেশে অনেক বাংলাদেশি নাগরিক হয়রানির শিকার হচ্ছেন এবং ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতার মুখে পড়ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যাতে দ্রুত একটি আলাদা আইন করা হয়।
প্রেস সচিব জানান, জরুরি ভিত্তিতে এমন একটি আইন প্রণয়ন করা হবে, যেখানে অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকবে।
শফিকুল আলম বলেন, মেট্রো রেলের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকার মতো রাজস্ব ক্ষতি হবে। তবে ঢাকার মানুষের যাতায়াতে মেট্রো রেল যুগান্তকারী ভূমিকা রাখছে, এ কারণেই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৮-১৯ তারিখে কিংবা আরো আগে। খেজুরের ওপর যে করভার (ট্যাক্স ইনসিডেন্স) ছিল, তা প্রায় ৫২.২ শতাংশ কমিয়ে এখন প্রায় ৪০.৭০ শতাংশ করা হয়েছে। খেজুরের ওপর আগে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল, সেটিও কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে বলে জানান প্রেস সচিব।
এদিকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে গতকাল মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মধ্যাহ্নভোজ হয়। পরে তাঁরা দুজন প্রধান উপদেষ্টা ও পরিষদের সদস্যদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন।