কিলিয়ান এমবাপ্পেকে আগলে রাখার কোনো চেষ্টাই করলেন না রিয়াল মাদ্রিদের কোচ ডেভিড আনচেলত্তি। আসলে এমবাপ্পে যে ফাউলটা করে লাল কার্ড দেখেছেন তাতে তাকে আগলে রাখার কোনো পথ খোলা ছিল না রিয়ালের সহকারী কোচের সামনে।
তাই ম্যাচ শেষে দ্বিধাহীন কণ্ঠে ডেভিড আনচেলত্তি জানালেন, এমবাপ্পে তার অপরাধের শাস্তি পেয়েছে। রিয়ালের সহকারী কোচ এমনটিও জানিয়েছেন যে, তার শিষ্য হিংস্র নন।