ম্যাচের পর ভিলার ম্যানেজার উনাই এমেরি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমাদের এমি মার্তিনেজকে নিয়ে পরিস্থিতি ঠিক করতে হবে। আমরা এটি সমাধান করব।ভিলা এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখনো জয় পাননি। তিন ম্যাচে তারা দুইটি হেরেছে এবং একটি ড্র করেছে। এছাড়া তারা ইংল্যান্ডের শীর্ষ চার ডিভিশনের একমাত্র ক্লাব যারা এখনো লিগে গোল করতে পারেনি।এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড দ্রুত গোলরক্ষক সমস্যা সমাধান করতে চায়।তারা মার্তিনেজের পাশাপাশি রয়্যাল অ্যান্টওয়ার্পের ২৩ বছর বয়সী বেলজিয়ান গোলকিপার সেনে লামেন্সের সঙ্গেও আলোচনা করছে। লামেন্স ইউনাইটেডে যোগ দিতে ইচ্ছুক এবং শেষ দুই ম্যাচে অ্যান্টওয়ার্প তাকে স্কোয়াডে রাখেনি। তবে তার অভিজ্ঞতা কম, বিপরীতে মার্তিনেজ বিশ্বকাপজয়ী এবং দুইবারের ফিফা গোলকিপার অব দ্য ইয়ার।সূত্রের বরাতে জানা গেছে, ইউনাইটেড কেবল একজন গোলকিপারই কিনবে।গ্রীষ্মের শুরুতে তারা মার্তিনেজকে লোনে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভিলা তখন আগ্রহী ছিল না।শনিবার বার্নলির কাছে ৩-২ জয়ের পর, ইউনাইটেডের হেড কোচ রুবেন আমোরিম বলেন, ‘এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার হওয়া কঠিন।’