পদযাত্রার ২১তম দিনের কর্মসূচি আজ সোমবার অনুষ্ঠিত হবে খাগড়াছড়িতে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন, বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।ঘোষিত রোডম্যাপ অনুযায়ী পদযাত্রা শুরু হবে চেঙ্গি স্কয়ার থেকে। সেখান থেকে শাপলা চত্বর, আদালত প্রাঙ্গণ হয়ে পদযাত্রা যাবে খাগড়াছড়ি সদর বাজার পর্যন্ত। পথে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত পথসভা।খাগড়াছড়ির কর্মসূচি শেষে পদযাত্রার বহর ফেনীতে যোগদানের উদ্দেশ্যে রওনা দেবে।