চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও দিয়েছে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের ম্যাচে রেকর্ড জয় শ্রীলঙ্কারবাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে।তবে টুর্নামেন্টে অংশ নিয়েই বাংলাদেশের পকেটে কত টাকা ঢুকতেছে তা জানা গেছে। আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা করায় অঙ্কটা কষতে সুবিধা হচ্ছে। টুর্নামেন্টে অংশ নিয়েই বাংলাদেশ পাচ্ছে প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা। অবশ্য শুধু বাংলাদেশ নয়, এই টাকা অংশ নেওয়া প্রতিটা দলই পাবে।অর্থাৎ, কোনো দল জয় না পেলেও এই টাকা পকেটে ঢুকবে। সঙ্গে যোগ হবে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪১ লাখ ২৬ হাজার টাকা।
চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ পাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য এই প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।তাই কথার সঙ্গে কাজের মিল দেখাতে পারলে পকেটটাও ফুলে ফেপে উঠবে শান্তদের।ভুল সময়ে জন্ম রোনালদোর, মেসিই সেরা’পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে রানার্স-আপদের জন্য আইসিসি বরাদ্দ আছে ১৩ কোটি ৫৩ লাখ টাকা। সেমিফাইনালের অন্য দুই দল পাবে ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দলের পকেটে ঢুকবে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। আর ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে পাবে সপ্তম ও অষ্টম দল।কনফারেন্স লিগে গোল করে বিশ্বরেকর্ড আইরিশ কিশোরেরআগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফির মোট প্রাইজমানি বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। সর্বশেষবারের চেয়ে এবার ৫৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা বেড়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..