জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করায় এসব এলাকায় যানচলাচলে সৃষ্টি হয়েছে সংকট।সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট লক্ষ্য করা গেছে। একদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস, অন্যদিকে এইচএসসি ও বিসিএস পরীক্ষার দিন হওয়ায় সড়কে মানুষের চাপ আরও বেড়েছে।এদিকে, একদিনে একাধিক কর্মসূচি ঘিরে সম্ভাব্য যানজট বিবেচনায় কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশ চলাকালে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময় বিকল্প পথ ব্যবহারের জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।ডিএমপি জানিয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে উত্তর দিক থেকে আসা যানবাহনগুলোকে শাহবাগের দিকে না গিয়ে বাম দিকে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করতে হবে।সভা-সমাবেশ উপলক্ষে সৃষ্ট জনসমাগম ও যানজটের কারণে নাগরিকদের যাত্রা পরিকল্পনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।