পটুয়াখালীর কলাপাড়ায় সাগর থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় সাড়ে ১২ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দরের কোস্টগার্ড। গতকাল সোমবার (১২ মে) বিকালে কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এই মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের মধ্যে রয়েছে পাঁচ মণ লইট্টা, তিন মণ ডাডি, তিন মণ টাইগার চিংড়ি এবং দেড় মণ পোয়া।