এসময় নেতাকর্মীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ ‘, ‘যেই হাত ককটেল মারে, সেই হাত ভেঙে দা‘, ‘সেই হাত গুঁড়িয়ে দাও, যেই হাত ককটেল মারে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।এর আগে এদিন রাত ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এসময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পেছনের দিকের এক অংশ ভেঙে যায়।