পদ্মশ্রীপ্রাপ্ত এ গুণী শিল্পীর জীবনের আখ্যান এবার উঠে আসছে পর্দায়। নাম ‘সংস অব প্যারাডাইজ’।ড্যানিশ রেঞ্জুর নির্মাণে পর্দায় রাজ বেগম হয়েছেন সাবা আজাদ। সম্প্রতি ছবিটির মোশন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এসেছে মুক্তির বার্তা। ২৯ আগস্ট এটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটিতে আরো আছেন সোনি রাজদান, জেইন খান দুরানি, তুরাক রায়না প্রমুখ।রাজ বেগমের বেড়ে ওঠা থেকে শুরু করে কিভাবে তিনি হয়ে উঠেছিলেন কাশ্মীরের বৈচিত্র্যময় সংস্কৃতির অন্যতম প্রতিনিধি, সেসব সত্য ইতিহাস উঠে আসবে ছবিতে। নির্মাতা বলেন, ‘ছবিটি মূলত রাজ বেগমের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।