সোমবার (২৮ এপ্রিল) সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করার দায়ে বিভাগীয় প্রধানের পদ থেকে মো. রেজওয়ান তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়।এ ছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েও তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পরবর্তীতে ১ অক্টোবর তদন্ত প্রতিবেদনের স্বার্থে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’