বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পাশাপাশি অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।’ফলে যেসব প্রবাসী বাংলাদেশি এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা অনলাইন জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩০ জুনের পর শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ থাকবে।